Latest News
বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪ ।। ১৫ই কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / নলছিটিতে ইয়াবাসহ চার মাদক কারবারি গ্রেপ্তার

নলছিটিতে ইয়াবাসহ চার মাদক কারবারি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির নলছিটিতে ২৬৩ পিস ইয়াবাসহ চার মাসক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বৃহস্পতিবার রাতে উপজেলার কামদেবপুর গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। শুক্রবার সকালে তাদের নলছিটি থানায় সোপর্দ করে র‌্যাব।
র‌্যাব জানায়, কামদেবপুর গ্রামে ইয়াবা বিক্রির খবর পেয়ে বরিশাল র‌্যাব-৮ এর একটি দল অভিযান চালায়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে স্থানীয় সোহেল খান (২৫), মো. সোহেল (৩২), মো. শাহিন (৪২) ও খলিলুর রহমান (২৫) নামে চার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তাদের তল্লাশী করে ২৬৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনটি মামলা দায়ের করেছে র‌্যাব।
নলছিটি থানার উপপরিদর্শক হুমায়ুন কবির বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে র‌্যাবের উপসহকারী পরিচালক (ডিএডি) এ কে এম আবু হোসেন শাহরিয়ার বাদী হয়ে মামলা দায়ের করেন। আসামিদের আদালতের কারাগারে পাঠানো হয়েছে।

জনতার কণ্ঠ 24 সংবাদ

ফ্যাসিস্ট স্বৈরাচার বিরোধী আন্দোলনের বীজ রোপণ করেছিল বিএনপি : যুবদল সভাপতি

স্টাফ রিপোর্টার : যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেছেন, ফ্যাসিস্ট স্বৈরাচার বিরোধী আন্দোলনের …