Latest News
বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪ ।। ১৫ই কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
Home / অর্থনীতি / নলছিটিতে ইউসিবি ব্যাংকের এজেন্ট আউটলেটের উদ্বোধন

নলছিটিতে ইউসিবি ব্যাংকের এজেন্ট আউটলেটের উদ্বোধন

স্থানীয় প্রতিনিধি :
ঝালকাঠির নলছিটিতে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) এজেন্ট আউটলেট উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার সকালে শহরের হাইস্কুল রোডে এজেন্ট আউটলেটের উদ্বোধন করেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশ্রাফুল ইসলাম। সবার জন্য ব্যাংকিং এই ¯েøাগান নিয়ে এজেন্ট আউটলেটটির যাত্রা শুরু হলো। এ উপলক্ষে গ্রাহকদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশ্রাফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি সিদ্দিকুর রহমান, বরিশাল বেতারের উপপরিচালক মো. রফিকুল ইসলাম, নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন, নলছিটি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি খন্দকার মজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক এইচ এম আখতারুজ্জামান বাচ্চু, পৌরসভার প্যানেল মেয়র আলমগীর হোসেন আলো, কাউন্সিলর আব্দুল কুদ্দুস মোল্লা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মহিউদ্দিন আহম্মেদ ও সোনালী ব্যাংকের নলছিটি শাখা ব্যবস্থাপক মো. আনছার আলী খান। ইউসিবি ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের প্রধান কর্মকর্তা খিরখিজ নেওয়াজ অনুষ্ঠানের সভাপতিত্বে করেন। এতে স্থানীয় গ্রাহকরা বক্তব্য দেন। অনুষ্ঠান পরিচালনা করেন নলছিটি নলছিটি বালিকা মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক জলিলুর রহমান আকন্দ।