Latest News
বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪ ।। ১৫ই কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / নলছিটিতে অস্ত্র ঠেকিয়ে ব্যবসায়ীর টাকা ছিনতাই, শ্রমিক লীগনেতাসহ আটক ২

নলছিটিতে অস্ত্র ঠেকিয়ে ব্যবসায়ীর টাকা ছিনতাই, শ্রমিক লীগনেতাসহ আটক ২

স্টাফ রিপোর্টার :
বরিশালের এক ব্যবসায়ীকে পিস্তল ঠেকিয়ে টাকা ছিনতায়ের ঘটনায় ঝালকাঠির নলছিটিতে শ্রমিক লীগনেতাসহ দুইজনকে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার রাতে উপজেলার দপদপিয়া ফেরিঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়। বুধবার সকালে তাদের নলছিটি থানায় হস্তান্তর করে র‌্যাব। আটককৃতরা হলেন, নলছিটি পৌরসভার শীতলপাড়া এলাকার সোবহান আলী হাওলাদারের ছেলে উপজেলা শ্রমিক লীগের সহ সাংগঠনিক সম্পাদক মো. জলিল হাওলাদার (৪০) ও নাঙ্গুলী এলাকার আদম আলী মুন্সির ছেলে শাহিন মুন্সি (৩১)।
র‌্যাব জানায়, বরিশাল মহানগরের চরকাউয়া এলাকার বাসিন্দা ব্যবসায়ী কালাম হোসেন তালুকদার গত ১০ জুন কাজের জন্য বাকেরগঞ্জ যান। সেখান থেকে সন্ধ্যা্য়  তিনি বরিশাল সদরে ফিরছিলেন। দপদপিয়ার বখতিয়ার বাড়ি সামনে এলে ডিবি পরিচয়ে অস্ত্রের মুখে তাঁকে আটক করেন ওই দুই ব্যক্তি। এসময় তাঁর কাছে থাকা নগদ ৪২ হাজার টাকা ও বিকাশ নম্বরে থাকা ৮ হাজার টাকা নিজেদের বিকাশ নম্বরে স্থানান্তর করেন শ্রমিক লীগ নেতা। পরে ওই ব্যবসায়ীকে ছেড়ে দেওয়া হয়।
এ ঘটনা ব্যবসায়ী কালাম তালুকদার মোবাইল নম্বরসহ বরিশাল র‌্যাব- ৮ এর কাছে একটি অভিযোগ দায়ের করেন। র‌্যাব সদস্যরা বিকাশ নম্বরের সূত্র ধরে দুই জনকে আটক করে নলছিটি থানায় সোপর্দ করে।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, আটককৃতদের বিরুদ্ধে ওই ব্যবসায়ী বাদী হয়ে নলছিটি থানায় মামলা দায়ের করেন। তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

জনতার কণ্ঠ 24 সংবাদ

ফ্যাসিস্ট স্বৈরাচার বিরোধী আন্দোলনের বীজ রোপণ করেছিল বিএনপি : যুবদল সভাপতি

স্টাফ রিপোর্টার : যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেছেন, ফ্যাসিস্ট স্বৈরাচার বিরোধী আন্দোলনের …