Latest News
শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪ ।। ১২ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / নলছিটিতে অবৈধ ইটভাটায় অভিযান : মালিককে ২০ লাখ টাকা জরিমানা, ম্যানেজারকে কারাদণ্ড

নলছিটিতে অবৈধ ইটভাটায় অভিযান : মালিককে ২০ লাখ টাকা জরিমানা, ম্যানেজারকে কারাদণ্ড

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির নলছিটিতে একটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে মালিককে ২০ লাখ টাকা জরিমানা, অনাদায়ে দুই বছরের কারাদণ্ড ও ম্যানেজারকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। রবিবার দুপুরে উপজেলার মগড় ইউনিয়নের সুজাবাদ গ্রামের ওই ইটভাটায় অভিযান পরিচালনা করেন বরিশাল পরিবেশ অধিদপ্তরের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল হালিম। এসময় তিনি ইটভাটাটি বন্ধ করে দেন।
পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, সুজাবাদ গ্রামে সুগন্ধা নদীর তীরে মেসার্স ইসলাম ব্রিকস নামে অবৈধভাবে একটি ইটভাটা গড়ে তোলা হয়। ইটভাটাটি পরিচালনা করেন জাকির হোসেন। র‌্যাব ও ফায়ার সার্ভিসের একটি ইউনিটের সহযোগিতায় বরিশাল পরিবেশ অধিদপ্তরের পরিচালকের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ইটভাটায় অভিযান চালানো হয়। ইটভাটার মালিক জাকির হোসেন বৈধ কোন কাগজপত্র দেখাতে না পারায় ৮০ লাখ টাকা মূল্যের ‘কাঁচা ইট’ পানি দিয়ে ধ্বংস করা হয়। এসময় ইটভাটাটি বন্ধ করে দেন ভ্রাম্যমাণ আদালত। ইটভাটার মালিক জাকির হোসেনকে ২০ লাখ টাকা জরিমানা, অনাদায়ে দুই বছরের কারাদণ্ড ও ম্যানেজার আবুল কালামকে এক বছরের কারাদণ্ড প্রদান করা হয়। অভিযানের সময় পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক তোতা মিয়া উপস্থিত ছিলেন।
বরিশাল পরিবেশ অধিদপ্তরের পরিচালক আবদুল হালিম বলেন, জেলা প্রশাসনের লাইসেন্স ছাড়াই ইটভাটায় কাঁচা ইট তৈরি করা হয়। খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনে কারাদণ্ড ও জরিমানা করা হয়।

জনতার কণ্ঠ 24 সংবাদ

জরায়ু ক্যান্সার প্রতিরোধে নলছিটিতে ৯০০০ জনকে এইচপিভি টিকা দেয়া হবে

স্টাফ রিপোর্টার : স্কুলগামী অথবা শিক্ষাপ্রতিষ্ঠান বহির্ভুত কিশোরীদের জরায়ু মুখ ক্যন্সার প্রতিরোধে ঝালকাঠি জেলায় ৯ …