স্টাফ রিপোর্টার :
দ্রব্যমূল্যের ঊধ্বগতির প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন করেছে জাতীয় পার্টি। বুধবার বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করেন তাঁরা। এতে দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নেত মো. বজলুর রহমান, জেলা জাতীয় পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আনু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল আলিম, সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আনোয়ার হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু, পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সৈয়দ আবু শহিদ ও শ্রমিক পার্টির সাধারণ সম্পাদক আবুল বাশার আদু।
জনতার কণ্ঠ 24 সংবাদ
ইয়াবা গিলে ফেলেও রক্ষা পেলো না মাদক কারবারি
স্টাফ রিপোর্টার : ঝালকাঠিতে যৌথবাহিনীর মাদক বিরোধী অভিযানের বিষয় টের পেয়ে তুহিন হাওলাদার (৩৮) নামে …