Latest News
শুক্রবার, ৩ জানুয়ারি ২০২৫ ।। ১৯শে পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
Home / আন্তর্জাতিক / ঝড়-বৃষ্টিতে ভেঙে পড়ল তাজমহলের মিনার

ঝড়-বৃষ্টিতে ভেঙে পড়ল তাজমহলের মিনার

ডেস্ক রিপোর্ট : প্রবল ঝড়-বৃষ্টিতে ভেঙে পড়েছে ভারতের আগ্রায় অবস্থিত তাজমহলের ফটকের একটি মিনার। গতকাল বুধবার মধ্যরাতে তাজমহলের দক্ষিণ দিক দিয়ে ঢোকার দরজার ওপর থাকা মিনারটি ধসে পড়ে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, রাতে আগ্রা শহরে প্রবল বৃষ্টি ও ঘণ্টায় ১০০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া শুরু হয়। এতে যমুনা নদীর তীরে অবস্থিত তাজমহলের দক্ষিণ দিকের মূল প্রবেশপথের ‘দরজা-ই-রওজা’ নামে পরিচিত ১২ ফুট উঁচু ওই মিনার ভেঙে পড়ে। তাজমহলকে রক্ষা করতে যখন বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে, সে সময়েই প্রাকৃতিক দুর্যোগে ভেঙে পড়ল ঐতিহ্যবাদী তাজের মিনার। এদিকে, রাতে আগ্রা থেকে ৫০ কিলোমিটার দূরে উত্তর প্রদেশের মথুরাতেও প্রবল ঝড়-বৃষ্টি হয়। এ সময় ঝড়ো হাওয়ায় মাথার ওপর ঘরের টিনের চাল ভেঙে পড়লে তিন শিশুর মৃত্যু হয়। প্রবল বৃষ্টিতে মথুরা জেলার নন্দগাঁও, বৃন্দাবন, কোশি এলাকায় নষ্ট হয়েছে জমির ফসল। (সূত্র : এনটিভি অনলাইন)