স্টাফ রিপোর্টার :
ঝালকাঠি-২ আসনে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমুকে আবারো দলীয় মনোনয়ন দেওয়ায় আনন্দ মিছিল করেছে মহিলা আওয়ামী লীগ। রবিবার বিকেলে শহরের টাউন হলের সামনে থেকে জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ইসরাত জাহান সোনালীর নেতৃত্বে মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে অংশ নেন পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক তরুন কর্মকার। মিছিলটি শহর ঘুরে রোনাসে সড়কে আমির হোসেন আমুর বাসভবনের সামনে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ইসরাত জাহান সোনালী।
জনতার কণ্ঠ 24 সংবাদ
ইয়াবা গিলে ফেলেও রক্ষা পেলো না মাদক কারবারি
স্টাফ রিপোর্টার : ঝালকাঠিতে যৌথবাহিনীর মাদক বিরোধী অভিযানের বিষয় টের পেয়ে তুহিন হাওলাদার (৩৮) নামে …