Latest News
বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪ ।। ১৫ই কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠি সমিতির বাস চলাচল করছে

ঝালকাঠি সমিতির বাস চলাচল করছে

শাহীন আলম :
বরিশাল ও ঝালকাঠি বাস মালিক সমিতির দ্বন্দ্বের কারণে হয়রানির শিকার হচ্ছে যাত্রীরা। বরিশাল বাস মালিক সমিতির ডাকা ধর্মঘটের সিদ্ধান্ত উপেক্ষা করে ঝালকাঠি বাস মালিক সমিতি তাদের অভ্যন্তরিণ সকল রুটে বাস চালাচ্ছে। ঝালকাঠি বাস স্ট্যান্ড থেকে বরিশালের চার কিলোমিটার আগে কালিজিরা নামক স্থান পর্যন্ত বাসগুলো যাতায়াত করছে।
ঝালকাঠি বাস মালিক সমিতির নেতৃবৃন্দ জানান, বরিশাল মালিক সমিতির কাছে দীর্ঘ দিন ধরে সড়কে ন্যায্য হিস্যার দাবি জানিয়ে আসলেও তারা গুরুত্ব দেয়নি। ঝালকাঠি মালিক সমিতির বাস সমুদ্র সৌকত কুয়াকাটাসহ দক্ষিণাঞ্চলের সাতটি রুটে চলতে দিচ্ছে না বরিশাল মালিক সমিতি। একারণে গত ১৪ ফেব্রুয়ারি থেকে ঝালকাঠি বাস মালিক সমিতি আন্দোলনে নামে। তারা ঝালকাঠির সড়ক ব্যবহার করে বরিশাল মালিক সমিতির বাসগুলো সরাসরি খুলনা, যশোর, পিরোজপুর, বাগেরহাট ও ঝালকাঠিতে চলাচল বন্ধ করে দেয়। এদিকে অযৌক্তিক দাবি ও সড়কে ন্যায্য হিস্যা না দিয়েই উল্টো বরিশাল বাস মালিক সমিতি নানা হুমকি দিয়ে আসছে। তারা আজ থেকে দক্ষিণাঞ্চলের কয়েকটি রুটে বাস চলাচল বন্ধ করে দেয়। কিন্তু তাদের এ সিদ্ধান্ত উপেক্ষা করে ঝালকাঠি বাস মালিক সমিতি অভ্যন্তরিণ সকল রুটে তাদের বাস চালাচ্ছেন।
ঝালকাঠি আন্তঃজেলা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বাহাদুর চৌধুরী বলেন, বরিশাল বাস মালিক সমিতির কোন সিদ্ধান্ত আমরা মানতে বাধ্য নই। তারা ধর্মঘট ডেকেছে, আমরা তাদের সঙ্গে নাই। তারা আমাদের দাবি মানছে না, তাই তাদের কোন সিদ্ধান্ত আমরা মানবো না।