Latest News
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪ ।। ১১ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠি সংবাদপত্র পরিষদ ও আইনজীবী সমিতির ইফতার

ঝালকাঠি সংবাদপত্র পরিষদ ও আইনজীবী সমিতির ইফতার

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে সংবাদপত্র পরিষদের (জেএসপি) ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার কোরআন শিশুদের নিয়ে শহরের ফকির বাড়ি এছহাকিয়া কমপ্লেক্স হাফিজি মাদ্রাসা ও লিল্লাহ বডিংয়ে ইফতারের আয়োজন করা হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি লিয়াকত আলী তালুকদার, ঝালকাঠি স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি অ্যধ্যাপক ডা. অসীম কুমার সাহা, বিশিষ্ট ব্যবসায়ী মনিরুল ইসলাম তালুকদার, ঝালকাঠি প্রেস ক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান, টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি হেমায়েত উদ্দিন হিমু, সাধারণ সম্পাদক দুলাল সাহা। অনুষ্ঠানের সভাপতিত্বে করেন ঝালকাঠি সংবাদপত্র পরিষদের সভাপতি জাহাঙ্গীর হোসেন মনজু। উপস্থিত ছিলেন অজানা বার্তার সম্পাদক এসএমএ রহমান কাজল, ঝালকাঠি বার্তার সম্পাদক মাহাবুব আলম, দূরযাত্রার সম্পাদক জিয়াউল হাসান পলাশ, প্রেস ক্লাবের সহসাধারণ সম্পাদক কে এম সবুজ ও শতকণ্ঠের স্টাফ রিপোর্টার আতিকুর রহমান।
একই দিন ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির ইফতার মাহিফিল অনুষ্ঠিত হয়েছে। আইনজীবী সমিতি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা ও দায়রা জজ মোহাম্মদ গাজী রহমান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ শেখ মোহাম্মদ তোফায়েল হাসান, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আশ্রাফুল ইসলাম, পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক আরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম ও এম এম মাহামুদ হাসান। জেলা আইনজীবী সমিতির সভাপতি আবদুল মান্নান রসুল অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।