Latest News
শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪ ।। ৬ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠি শহরে ভির কমছে না

ঝালকাঠি শহরে ভির কমছে না

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠি সদর উপজেলাকে লকডাউন ঘোষণা করার পরে শুক্রবার সকালে বিভিন্ন ইউনিয়নে প্রবেশ পথ বন্ধ করে দেওয়া হয়েছে। বাঁশ ও চট দিয়ে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। এতে ১০ ইউনিয়নের কোন মানুষ শহরে প্রবেশ এবং শহর থেকে কেউ ইউনিয়নে যেতে পারবে না। ঝালকাঠি সদর উপজেলার একটি ইউনিয়নের এক ইউপি সদস্যসহ চার জনের করোনা সনাক্ত হওয়ার পরে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে সদর উপজেলাকে লকডাউন ঘোষণা করে জেলা প্রশাসন। এদিকে পৌর এলাকা লকডাউন ঘোষণা না করায় সকাল থেকেই শহরে লোকজনের উপস্থিতি বেড়েছে। কারণে অকারণে রাস্তায় বের হচ্ছে মানুষ। হাট-বাজারেও সামাজিক দূরত্ব মানা হচ্ছে না। গায়ের সঙ্গে গা মিশিয়ে কেনাকাটা করতে দেখা গেছে। যদিও সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে যাচ্ছে। শহরে অনেকগুলো এলাকায় এখনো ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখতে দেখা গেছে। পুলিশ আসলেই সাটার টেনে বন্ধ করা হয়। আবার পুলিশ চলে গেলে অর্ধেক সাটার খুলে বেচাকেনা করছেন ব্যবসায়ীরা।

জনতার কণ্ঠ 24 সংবাদ

বিএনপিতে অনুপ্রবেশকারীরা আ.লীগের নেতাকর্মীদের নিয়ে অপপ্রচার চালাচ্ছে

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খানের বিরুদ্ধে …