Latest News
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪ ।। ১১ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠি পৌর এলাকার ৫০টি রাস্তা ও ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন

ঝালকাঠি পৌর এলাকার ৫০টি রাস্তা ও ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন

স্টাফ রিপের্টার :
জলাবদ্ধতা ও জনভোগান্তি দূর করতে ঝালকাঠি পৌর এলাকায় ৫০টি রাস্তা ও ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকাল ১০টায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪ দলের সমন্বায়ক ও মুখপাত্র সাবেক মন্ত্রী আমির হোসেন আমু ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব প্রকল্পের উদ্বোধন করেন। এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি প্রকল্পের কাজের গুণগত মান বজায় রাখার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান। আমির হোসেন আমু বলেন, নলকূপ বসানোর পরিবর্তে সরকার এখন পানি বিশুদ্ধকরণ প্রকল্প হাতে নিয়েছে। বিশেষ করে উপকূলীয় এলাকাসহ সারাদেশে এ প্রকল্প বাস্তবায়ন করা হবে। এতে করে নলকূপের চাহিদা কমে যাবে এবং মানুষ নোনা পানি পান করা থেকে মুক্তি পাবে।
ঝালকাঠি পৌরসভা চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করেন পৌর মেয়র মো. লিয়াকত আলী তালুকদার। এতে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. জোহর আলী, পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, জেলা পরিষদর চেয়ারম্যান সরদার মো. শাহ আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার। প্রকল্পের উদ্বোধন শেষেই সড়ক ও ড্রেন নির্মাণ কাজ শুরু করা হয়। এ প্রকল্পে ৪০ কোটি টাকা ব্যয় নির্ধারণ করা হয়েছে।

জনতার কণ্ঠ 24 সংবাদ

জরায়ু ক্যান্সার প্রতিরোধে নলছিটিতে ৯০০০ জনকে এইচপিভি টিকা দেয়া হবে

স্টাফ রিপোর্টার : স্কুলগামী অথবা শিক্ষাপ্রতিষ্ঠান বহির্ভুত কিশোরীদের জরায়ু মুখ ক্যন্সার প্রতিরোধে ঝালকাঠি জেলায় ৯ …