Latest News
বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪ ।। ১৫ই কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতির কমিটি গঠন

ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতির কমিটি গঠন

স্টাফ রিপোর্টার :
কাজী খলিলুর রহমানকে সভাপতি, মো. শফিউল আজম টুটুলকে সাধারণ সম্পাদক এবং কেএম সবুজকে সাংগঠনিক সম্পাদক করে ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতির ২৩ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে সংগঠনের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালন, স্বজন স্মরণ ও বার্ষিক সাধারণ সভা শেষে সর্বসম্মতিক্রমে আগামী এক বছরের জন্য এ কমিটি গঠিন করা হয়। সভায় সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি হেমায়েত উদ্দিন হিমু। সাধারণ সম্পাদকের রিপোর্ট পেশ করেন বিদায়ী সাধারণ সম্পাদক দুলাল সাহা।
নবগঠিত কমিটির কর্মকর্তারা হলেন, সভাপতি কাজী খলিলুর রহমানকে (মাছরাঙা), সহসভাপতি শ্যামল সরকার (এটিএন বাংলা), সহসভাপতি মাসুদুল আলম (বাংলাভিশন), সাধারণ সম্পাদক মো. শফিউল আজম টুটুল (বিজয় টিভি), সহসাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জলিল (আরটিভি) ও অলোক সাহা (এসএ টিভি), সাংগঠনিক সম্পাদক কে এম সবুজ (এনটিভি), কোষাধ্যক্ষ তরুন সরকার (একাত্তর টিভি), প্রচার সম্পাদক মো. শহিদুল আলম (গাজী টিভি), সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রতন আর্চায্য (জয়যাত্রা) ও দপ্তর সম্পাদক মো. বরকত হোসেন মৃধা (মাই টিভি)। কার্যনির্বাহী সদস্যরা হলেন, হেমায়েত উদ্দিন হিমু (বিটিভি), দুলাল সাহা (যমুনা টিভি), আজমীর হোসেন তালুকদার (একুশে টিভি), এস এম রেজাউল করিম (নিউজ২৪), মাসুম বিল্লাহ (মোহনা টিভি, কাঁঠালিয়া), মঈনুল হক লিপু (চ্যানেল নাইন), মানিক আচার্য্য (এশিয়ান টিভি), খালিদ হাসান (দীপ্ত টিভি), মেহেদী হাসান জসীম (একাত্তর টিভি, রাজাপুর), হাসান আরেফিন (একাত্তর টিভি, নলছিটি), সাকিবুজ্জামান সবুর (একাত্তর টিভি, কাঁঠালিয়া) ও ইব্রাহিম খান সাকিল (চ্যানেল এস)।

জনতার কণ্ঠ 24 সংবাদ

ফ্যাসিস্ট স্বৈরাচার বিরোধী আন্দোলনের বীজ রোপণ করেছিল বিএনপি : যুবদল সভাপতি

স্টাফ রিপোর্টার : যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেছেন, ফ্যাসিস্ট স্বৈরাচার বিরোধী আন্দোলনের …