Latest News
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪ ।। ১১ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
Home / কৃষি / ঝালকাঠি জিংক ধান বিতরণ ও সম্প্রসারণ বিষয়ক কর্মশালা

ঝালকাঠি জিংক ধান বিতরণ ও সম্প্রসারণ বিষয়ক কর্মশালা

স্টাফ রিপোর্টার :
‘জিংক ধান করবো চাষ, পুষ্টি পাবো বারো মাস’ এ স্লোগান নিয়ে সাধারণ মানুষের জিংকের ঘাটতি মেটাতে, ঝালকাঠিতে জিংক ধান বিতরন ও স¤প্রসারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
‘হারভেস্ট প্লাস বাংলাদেশ’র সহযোগিতায় স্বদেশ উন্নয়ন কেন্দ্র (সুখ) ঝালকাঠি সদর উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে মঙ্গলবার এ কর্মশালার আয়োজন করে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. ফজলুল হক প্রধান অতিথি হিসেবে কর্মশালা উদ্বোধন করেন। হারভেস্ট প্লাসের সমন্বয়কারী (সিড সিস্টেম ও মার্কেটিং) মো. মজিবর রহমান ছিলেন মুখ্য আলোচক। ঝালকাঠি সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. রিফাত সিকদার সভাপতিত্ব করেন। বিএডিসির সিনয়র সহকারী পরিচালক শারমিন জাহান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা খাদিজা, হারভেস্ট প্লাসের কৃষি গবেষণা ও উন্নয়ন কর্মকর্তা মো. জাহিদ হোসেন ও ‘সুখ’র সমন্বয়কারী জাহিদুল আলিম সেলিম উপস্থিত ছিলেন।
কর্মশালায় ২০ জন বীজ ডিলার-বিক্রেতা অংশ নেন। তাদেরকে জিংকসমৃদ্ধ ধানের প্রয়োজনীয়তা, ধানের বীজ বাজারজাত করণ ও তা কৃষকের নিকট সহজলভ্য করার মাধ্যমে উৎপাদন বৃদ্ধি বিষয়ে ব্যাপক ধারণা দেওয়াসহ সুপারিশমালা গ্রহণ করা হয়।

জনতার কণ্ঠ 24 সংবাদ

জরায়ু ক্যান্সার প্রতিরোধে নলছিটিতে ৯০০০ জনকে এইচপিভি টিকা দেয়া হবে

স্টাফ রিপোর্টার : স্কুলগামী অথবা শিক্ষাপ্রতিষ্ঠান বহির্ভুত কিশোরীদের জরায়ু মুখ ক্যন্সার প্রতিরোধে ঝালকাঠি জেলায় ৯ …