স্টাফ রিপোর্টার :
ধর্ষণ, নারী নির্যাতন ও নারীর প্রতি সহিংসতার প্রতিবাদ এবং এর সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের দাবিতে ঝালকাঠি ও নলছিটিতে ‘আলোক প্রজ্জ্বলন’ কর্মসূচি করেছে ছাত্রলীগ। বুধবার সন্ধ্যায় ঝালকাঠি শহরে জেলা ছাত্রলীগ মোমবাতি প্রজ্জলন করে ধর্ষণের প্রতিবাদ জানায়। কর্মসূচিতে জেলা ছাত্রলীগের সভাপতি মো. শফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক এসএম আল আমিনসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। একই দাবিতে নলছিটি উপজেলা ছাত্রলীগ ও পৌর ছাত্রলীগের উদ্যোগে আলোক প্রজ্বলন ও এক মিনিট নিরবতা পালন করা হয়। বুধবার সন্ধ্যায় নলছিটি বাসস্ট্যান্ডে বিজয় উল্লাস ৭১ চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি অনিক রহমান সরদার,পৌর ছাত্রলীগের সভাপতি কাওসার হোসেন সালমান, সাধারণ সম্পাদক অন্তনু পালিত অন্তু, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তুহিন মিত্র, ছাত্রলীগ নেতা মেহেদী হাসান প্রিন্স, শুভ দাসসহ আরো অনেকে।
জনতার কণ্ঠ 24 সংবাদ
জরায়ু ক্যান্সার প্রতিরোধে নলছিটিতে ৯০০০ জনকে এইচপিভি টিকা দেয়া হবে
স্টাফ রিপোর্টার : স্কুলগামী অথবা শিক্ষাপ্রতিষ্ঠান বহির্ভুত কিশোরীদের জরায়ু মুখ ক্যন্সার প্রতিরোধে ঝালকাঠি জেলায় ৯ …