স্টাফ রিপোর্টার :
ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট আব্দুল মন্নান রসুল ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আ.স.ম মোস্তাফিজুর রহমান মনু। রবিবার বিকেলে নির্বাচন কমিশানার অ্যাডভোকেট শহীদুর রহমান বাচ্চু বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন। নির্বাচিত অন্য কর্মকর্তারা হলেন, সহসভাপতি অ্যাডভোকেট মনজুর হোসেন, যুগ্নসম্পাদক অ্যাডভোকেট সনজয় কুমার মিত্র, অ্যাডভোকেট তরিকুল ইসলাম খোকন ও অ্যাডভোকেট বণি আমিন বাকলাই, সম্পাদক ভিজিলেন্স অ্যাডভোকেট মো. মাহাবুবার রহমান তালুকদার, সম্পাদক লাইব্রেরি অ্যাডভোকেট খান হাফিজুর রহমান, সম্পাদক ভর্তি অ্যাডভোকেট মুহা. জাকারিয়া রহমান জিহাদ, নির্বাহী সদস্য অ্যাডভোকেট আব্দুল আলীম ও অ্যাডভোকেট মো. মোজাম্মেল হোসেন। টানা সাত দফায় অ্যাডভোকেট আব্দুল মন্নান রসুল জেলা আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত হলেন।
Home / আইন-আদালত / ঝালকাঠি আইনজীবী সমিতির নির্বাচনে আ. লীগ সমর্থিত প্যানেল বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত
জনতার কণ্ঠ 24 সংবাদ
ইয়াবা গিলে ফেলেও রক্ষা পেলো না মাদক কারবারি
স্টাফ রিপোর্টার : ঝালকাঠিতে যৌথবাহিনীর মাদক বিরোধী অভিযানের বিষয় টের পেয়ে তুহিন হাওলাদার (৩৮) নামে …