Latest News
বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪ ।। ১৫ই কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠির সুগন্ধা নদীতে অভিযান: অবৈধ কারেন্ট জাল জব্দ

ঝালকাঠির সুগন্ধা নদীতে অভিযান: অবৈধ কারেন্ট জাল জব্দ

স্টাফ রিপোর্টার :
জাটকা সংরক্ষণ আইন অমান্য করে ইলিশ ধরার সময় ঝালকাঠির সুগন্ধা নদীতে অভিযান চালিয়ে তিন হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। আজ শুক্রবার সকালে জেলা মৎস্য বিভাগ পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করে। জব্দ জালগুলো শহরের কলেজ খেয়াঘাট এলাকায় সুগন্ধা নদীর তীরে জনসম্মুখে পোড়ানো হয়।
জেলা মৎস্য কর্মকর্তা প্রীতিষ কুমার মল্লিক জানান, শনিবার পহেলা বৈশাখকে সামনে রেখে জেলেরা সুগন্ধা নদীতে অবৈধ কারেন্ট জাল দিয়ে জাটকা ধরছিল। খবর পেয়ে সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত নদীতে অভিযান চালানো হয়। এসময় জাল ফেলে রেখে জেলেরা পালিয়ে যায়। নদী থেকে তিন হাজার মিটার অবৈধ জাল জব্দ করে জনসম্মুখে পোড়ানো হয়।