Latest News
বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫ ।। ১লা মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
Home / ধর্মীয় / ঝালকাঠির সাংবাদিক টিটুর বাবার ইন্তেকাল

ঝালকাঠির সাংবাদিক টিটুর বাবার ইন্তেকাল

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির অবসরপ্রাপ্ত উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. বজলুর রহমান (৬৫) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি…রাজিউন। বুধবার দুপুর ২টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রেখে যান। বৃহস্পতিবার সকাল ৯টায় কাঠপট্টি উদ্বোধন স্কুলের মাঠে জানাজা শেষে তাকে পৌর গোরস্থানে দাফন করা হবে। বজলুর রহমান দৈনিক ভেরের ডাক, বরিশালের আজকাল পত্রিকার ঝালকাঠি জেলা প্রতিনিধি ও ঝালকাঠি প্রেস ক্লাবের সদস্য মিজানুর রহমান টিটুর বাবা। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন ঝালকাঠি প্রেস ক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান, সহসভাপতি শ্যামল সরকার, সাবেক সাধারণ সম্পাদক হেমায়েত উদ্দিন হিমু ও আক্কাস সিকদার, বর্তমান সাধারণ সম্পাদক মানিক রায়, দৈনিক শতকণ্ঠ সম্পাদক জাহাঙ্গীর হোসেন মন্জু, সহসাধারণ সম্পাদক কে এম সবুজসহ সকল সদস্যবৃন্দ।