Latest News
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪ ।। ১১ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠির রাজাপুরে ছোট ভাইয়ের দায়ের কোপে বড়ভাই নিহত

ঝালকাঠির রাজাপুরে ছোট ভাইয়ের দায়ের কোপে বড়ভাই নিহত

স্টাফ রিপোর্টার, রাজাপুর :
ঝালকাঠির রাজাপুরে কেক খাওয়া নিয়ে ছোট ভাইয়ের হাতে খুন হয়েছে বড় ভাই কলেজ ছাত্র আব্দুর রহমান হাওলাদার (১৯)। উপজেলার কেওতা গ্রামে সোমবার রাত ১০টা দিকে এ ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আজ মঙ্গলবার সকালে ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহত আব্দুর রহমান কেওতা গ্রামের সৌদি প্রবাসী আবুবক্কর সিদ্দিকির ছেলে।
পুলিশ জানায়, রাতে বাড়িতে বসে কেকের ভাগাভাগি নিয়ে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়। এসময় ছোট ভাই আব্দুল্লাহ ক্ষিপ্ত হয়ে বড় ভাই আব্দুর রহমানকে দাও দিয়ে মাথায় কোপ দেয়। গুরুতর অবস্থায় তাকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতরে দাদা খালেক হাওলাদার বাদী হয়ে রাজাপুর থানায় আজ মঙ্গলবার সকালে হত্যা মামলা দায়ের করেন। আব্দুর রহমান হেমায়েত উদ্দিন ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। ছোট ভাই আব্দুল্লাহ কেওতা মাদ্রাসার দাখিল পরীক্ষার্থী। লাশের ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পরপরই অভিযুক্ত ছোটভাই পালিয়েছে, তাকে গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছেন রাজাপুর থানার ওসি মো. জাহিদ হোসেন।

জনতার কণ্ঠ 24 সংবাদ

জরায়ু ক্যান্সার প্রতিরোধে নলছিটিতে ৯০০০ জনকে এইচপিভি টিকা দেয়া হবে

স্টাফ রিপোর্টার : স্কুলগামী অথবা শিক্ষাপ্রতিষ্ঠান বহির্ভুত কিশোরীদের জরায়ু মুখ ক্যন্সার প্রতিরোধে ঝালকাঠি জেলায় ৯ …