Latest News
সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪ ।। ১৫ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
Home / ধর্মীয় / ঝালকাঠির মুক্তিযোদ্ধা আবদুস সালামের ইন্তেকাল

ঝালকাঠির মুক্তিযোদ্ধা আবদুস সালামের ইন্তেকাল

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির মুক্তিযোদ্ধার আবদুস সালাম (৬৫) আর নেই। বুধবার রাত ১.১৫ মিনিটে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযক্রে ক্রীয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আবদুস সালাম ঝালকাঠি টিআইবির সচেতন নাগরিক কমিটির (সনাক) উপদেস্টা ছিলেন। তিনি শহরের কামারপট্টি সড়কে ‘মেসার্স মনোরম’ নামে একটি ব্যবসাপ্রতিষ্ঠানের মালিক। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে যান। বৃহস্পতিবার আছরবাদ কেন্দ্রীয় ঈদগা ময়দানে জানাজা শেষে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে। মরহুম আবদুস সালাম  জনপ্রশাসন মন্ত্রণালয়ের সহকারী সচিব আবদুল্লাহ আল মাসুদ তুষারের বাবা। আবদুস সালাম শহরের ফকিরবাড়ি এলাকার বাসিন্দা।