স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির পাবলিক হরিসভার সভাপতি কামারপট্টি এলাকার বাসিন্দা ও ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য বিশিষ্ট ব্যবসায়ী সুভাষ চন্দ্র বণিক পরলোকগমন করেছেন। শনিবার দুপুরে শহরের মনোহরিপট্টি এলাকায় নিজ ব্যবসাপ্রতিষ্ঠান সূর্য্য ভান্ডারে তিনি অসুস্থ হয়ে পড়েন। তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পরে তাঁর মৃত্যু হয়। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুর খবর শুনে বাসায় গিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান ঝালকাঠি পৌরসভার মেয়র লিয়াকত আলী তালুকদার, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. সালাহউদ্দিন আহম্মেদ সালেক, জেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক তরুন কর্মকার, ঝালকাঠি প্রেস ক্লাবের সভাপতি চিত্তরঞ্জন দত্ত ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আক্কাস সিকদারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান।
জনতার কণ্ঠ 24 সংবাদ
ইয়াবা গিলে ফেলেও রক্ষা পেলো না মাদক কারবারি
স্টাফ রিপোর্টার : ঝালকাঠিতে যৌথবাহিনীর মাদক বিরোধী অভিযানের বিষয় টের পেয়ে তুহিন হাওলাদার (৩৮) নামে …