Latest News
বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫ ।। ১লা মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠির বন্যা দেশের সেরা শিক্ষার্থী নির্বাচিত

ঝালকাঠির বন্যা দেশের সেরা শিক্ষার্থী নির্বাচিত

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির কীর্ত্তিপাশা নবীন চন্দ্র বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির মেধাবী ছাত্রী রাধা রানী বন্যা দেশের সেরা শিক্ষার্থী নির্বাচিত হয়েছে। জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৮ উপলক্ষে আজ বুধবার দুপুরে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর তাকে সেরা শিক্ষার্থী নির্বাচিত করে। এর আগে সে বরিশাল বিভাগের সেরা শিক্ষার্থী নির্বাচিত হয়েছিল।
বন্যা ঝালকাঠি সদর উপজেলার কীর্ত্তিপাশা গ্রামের শিক্ষক নিরোদ চন্দ্র বেপারী ও বেবী মজুমদারের মেয়ে। সে পঞ্চম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছিল। বন্যা এর আগে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় প্রথম হয়েছে। সে ২০১৫ সালে প্রাথমিক পর্যায়ে শাপলা অ্যাওয়ার্ড, অঙ্ক ও দৌড় প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে জাতীয় পুরস্কার পেয়েছে। ২০১৬ সালে কাব শিশু হিসেবে সে সরকারিভাবে ভারত সফর করেছে। চিকিৎসক হয়ে গরিব ও অসহায় মানুষের সেবা করা তার ইচ্ছা।