Latest News
বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪ ।। ১৫ই কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠির পোনাবালিয়া ইউপি নির্বাচনের ভোট গ্রহণ চলছে : কেন্দ্র দখলের অভিযোগ বিএনপি প্রার্থীর

ঝালকাঠির পোনাবালিয়া ইউপি নির্বাচনের ভোট গ্রহণ চলছে : কেন্দ্র দখলের অভিযোগ বিএনপি প্রার্থীর

স্টাফ রিপোর্টার :
সব জটিলতা কাটিয়ে অবশেষে ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে আজ। সকাল ৮টায় শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়। ভোট গ্রহণ শুরু হলে নয়টি কেন্দ্রেই নারী ও পুরুষ ভোটারদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। এদের মধ্যে নারী ভোটারদের উপস্থিতি ছিল নজরকাড়া। নিজের পছন্দের প্রার্থীকেই ভোট দিতে পারছেন ভোটাররা। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে হচ্ছে বলে দাবি করেছেন নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মো. আবুল বাশার খান। তবে ধানেশীষ প্রতীকের প্রার্থী ওয়ারেচ আলী খান অভিযোগ করেন, ভোট কেন্দ্রে তাঁর কোন এজেন্ট দিতে দেয়নি প্রতিপক্ষরা। এমনকি ভোটারদের কাছ থেকে ব্যালট নিয়ে নৌকা প্রতীকের এজেন্টরা সীল দিয়ে দিচ্ছেন। এর আগে সীমানা জটিলতার কারণে দুই দফায় এ ইউনিয়ন পরিষদ নির্বাচন বন্ধ হয়ে গিয়েছিল।

রিটানিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, পোনাবালিয়া ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ১১ হাজার ৪৭৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫ হাজার ৯২০ এবং নারী ভোটার ৫ হাজার ৫৫৩ জন। নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ছেন ৫ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১১ জন এবং সাধারণ সদস্য পদে ৩৬ জন।
আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে আবুল বাশার খান, বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকে ওয়ারেচ আলী খান, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের হাতপাখা প্রতীকে মো. নাসির উদ্দিন মৃধা। এছাড়াও বিএনপির বিদ্রোহী প্রার্থী আনারস প্রতীকে আবদুল ওয়াহেদ জোমাদ্দার ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রজনীগন্ধা প্রতীকে মো. আরিফুর রহমান সতন্ত্র পার্থী হিসেবে লড়ছেন এ নির্বাচনে।
এ বিষয়ে রির্টানিং কর্মকর্তা মো. শাহিন শরীফ বলেন, ‘নির্বাচন সম্পূর্ন শান্তিপূর্ন পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। ভোট সুষ্ঠু করতে বিজিবি মোতায়েন করা হয়েছে।