Latest News
শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪ ।। ১২ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠির পেনাবালিয়ায় শুরু হয়েছে শিব চতুর্দ্দর্শীর মেলা

ঝালকাঠির পেনাবালিয়ায় শুরু হয়েছে শিব চতুর্দ্দর্শীর মেলা

স্টাফ রিপোর্টার :
হিন্দু ধর্মাবলম্বীদের ‘আন্তর্জাতিক তৃতীয় পিঠস্থান’ ঝালকাঠির পোনাবালিয়ার হাজরাগাতী গ্রামের শিববাড়িতে শুরু হয়েছে ৩ দিনব্যাপী শিব চতুর্দ্দশীর মেলা। বিভিন্ন স্থান ধেকে আগত হিন্দু ধর্মালম্বী ভক্তদের উপস্থিতিতে অধিবাস ও সমবেত উপাসনার মধ্য দিয়ে শুরু হয়েছে পূজার আনুষ্ঠানিকতা। এখানকার ভৈরব এ্যস্বকেশ্বর মন্দিরে সোমবার থেকে শুরু হয়েছে শিব চতুর্দ্দশীর দর্শন যোগ যা মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৭টা পর্যন্ত চলবে। ইতিমধ্যে হাজারো ভক্তদের উপস্থিতিতে মুখরিত গোটা মেলা প্রাঙ্গন। মঙ্গলআরতী, প্রভাতী শিবসঙ্গীত, শিবপূজা, বিষ্ণুপূজা, গুরুপূজা, সপ্তসতীসচন্ডী পাঠ, পুস্পাঞ্জলী এবং মহা প্রসাদ বিতরনের মধ্যদিয়ে বুধবার রাতে শেষ হবে এখানকার সকল আনুষ্ঠানিকতা। এ উপলক্ষে মন্দিরের আঙ্গিনা এবং এর আশপাশ এলাকায় বসেছে বিশালাকার গ্রমীন মেলা। শিশুদের চিত্তবিনোদনের জন্য বসানো হয়েছে বিমান চরকী, রেলগাড়ী ও নাগরদোলা। প্রতিবছর এই মন্দিরে ফালগুনী চতুদর্শীতে মহা সমারোহে ৩ দিনব্যাপী মেলা ও পূজা অনুষ্ঠান হয়ে থাকে। গোটা অনুষ্ঠানকে নিরাপত্তা দিয়ে