Latest News
শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪ ।। ১২ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠির নদীতে পানি বৃদ্ধি, আতঙ্কিত তিনহাজার মানুষ আশ্রয় কেন্দ্রে

ঝালকাঠির নদীতে পানি বৃদ্ধি, আতঙ্কিত তিনহাজার মানুষ আশ্রয় কেন্দ্রে

স্টাফ রিপোর্টার :
ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে ঝালকাঠিতে সকাল থেকে ঝড়ো হাওয়া বইছে। এর সাথে মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে। সুগন্ধা ও বিষখালী নদীতে স্বাভাবিকের চেয়ে দুই-তিন ফুট পানি বৃদ্ধি পেয়েছে। পানি ঢুকে পড়েছে নিন্মাঞ্চলে। এতে নদী তীরবর্তী মানুষ আতঙ্কিত হয়ে পড়েছেন। এদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখে জেলার ৪৯টি সাইক্লোন সেল্টারসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আশ্রয় নিয়েছে তিন হাজার মানুষ। নদীতে যাত্রীবাহী লঞ্চসহ সব ধরণের নৌযান চলাচল বন্ধ করে দিয়েছে প্রসাশন।
কাঁঠালিয়া ও রাজাপুরে বিষখালী নদী তীরের ভাঙা বেড়িবাঁধ থেকে পানি ঢুকে অন্তত ১০টি গ্রাম প্লাবিত হয়েছে। এসব এলাকা পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ। বিকেল চারটার পরে আবহাওয়ার উন্নতি হতে পারে ঘোষণা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।