Latest News
শুক্রবার, ৩ জানুয়ারি ২০২৫ ।। ১৯শে পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠির জেলা উপজেলায় করোনা ভাইরাস প্রতিরোধে নানা পদক্ষেপ

ঝালকাঠির জেলা উপজেলায় করোনা ভাইরাস প্রতিরোধে নানা পদক্ষেপ

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠি জেলা সদরসহ বিভিন্ন উপজেলায় করোনা ভাইরাসের আক্রমন প্রতিরোধে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ঝালকাঠিতে জেলা প্রশাসক মো. জোহর আলীকে সভাপতি এবং সিভিল সার্জন ডা. শ্যামল কৃষ্ণ হাওলাদারকে সদস্য সচিব করে জেলা প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে। উপজেলা পর্যায় নির্বাহী কর্মকর্তাকে সভাপতি ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে সদস্য সচিব করে করোনা ভাইরাস প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে। নলছিটি উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকতা রুম্পা সিকদারকে সভাপতি এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শিউলী পারভীনকে সদস্য সচিব করে নলছিটি উপজেলা প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে। এছাড়া নলছিটি উপজেলায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে সভাপতি করে ইউনিয়ন কমিটি গঠন করা হয়েছে। নলছিটি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শিউলী পারভীন জানান, উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে উপজেলার স্কুল কলেজের শিক্ষার্থীদের করোনা ভাইরাস প্রতিরোধ সম্পর্কে ধারনা দেয়া হয়েছে, স্বাস্থ্য কর্মীদের সমন্বয়ে গঠন করা হয়েছে রেপিড রেসপন্স টিম। টিমের সদস্যরা খবর পাওয়ার সাথে পৌছে যাবে আক্রান্ত হয়েছেন বা সম্ভাবনা আছে বিদেশ ফেরত এমন ব্যাক্তিদের বাড়িতে। উপজেলার ৫০ শয্যা বিশিস্ট হাসপাতালে পুরুষ ও মহিলাদের জন্য পৃথক আইসোলেশন ওয়ার্ড গঠন করা হয়েছে। করোনা ভাইরাস প্রতিরোধে করনীয় সম্পর্কে সচেতন করতে লিফলেট বিতরন, মাইকিং করে প্রচার প্রচারনা অব্যহত রয়েছে। ডা. শিউলী পারভীন আরও জানান, এখন পর্যন্ত সিঙ্গাপুর, লেবানন ও সৌদি আরবসহ বিভিন্ন দেশ থেকে আসা ১১ জনকে হোমকোয়ারেন্টাইনে রাখা হয়েছে। মাঠ পর্যায় স্বাস্থ্য সহকারীদের মাধ্যমে বিদেশ ফেরত ব্যাক্তিদের অনুসন্ধ্যান কার্যক্রম চলমান রাখা হয়েছে। উপজেলা পরিষদ সভাকক্ষে করোনা ভাইরাস সম্পর্কে এ্যাডভোকেসি সভাও অনুষ্ঠিত হয়েছে। ঝালকাঠি সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. শাকিল জানান, জেলায় বৃহস্পতিবার পর্যন্ত ৬১ জনকে হোমকোয়ারেন্টাইনে রাখা হয়েছিল। এর মধ্যে রাজাপুর উপজেলায় তিনজন মেয়াদ শেষ হওয়ায় স্বাভাবিক অবস্থায় ফিরে গেছেন। বর্তমানে হোমকোয়ারেন্টাইনে আছেন ৫৮ ব্যাক্তি। এর মধ্যে ঝালকাঠি সদরে ২৮, নলছিটিতে ১১, রাজাপুরে ১৬ এবং কাঠালিয়া উপজেলায় ৩জন। বৃহস্পতিবার রাজাপুর উপজেলায় হোমকোয়ারেন্টাইনের নির্দেশনা না মানায় তিনজনকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

জনতার কণ্ঠ 24 সংবাদ

ইয়াবা গিলে ফেলেও রক্ষা পেলো না মাদক কারবারি

স্টাফ রিপোর্টার : ঝালকাঠিতে যৌথবাহিনীর মাদক বিরোধী অভিযানের বিষয় টের পেয়ে তুহিন হাওলাদার (৩৮) নামে …