Latest News
শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪ ।। ৬ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠির আইনজীবী জাকির হোসেনের ইন্তেকাল

ঝালকাঠির আইনজীবী জাকির হোসেনের ইন্তেকাল

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠি আইনজীবী সমিতির সদস্য জাকির হোসেন হাওলাদার (৫৩) হৃদরোগে আক্রান্ত হয়ে বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে রবিবার সকাল সাড়ে ছয়টায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন। রবিবার ভোররাতে হৃদরোগে আক্রান্ত হলে তাকে বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। সকাল সাড়ে ১১টায় ঝালকাঠি আইনজীবী সমিতি চত্বরে তাঁর প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এতে আদালতের বিচারক, আইনজীবী ও তাঁর আত্নীয়-স্বজনসহ বিভিন্ন শ্রেণির মানুষ অংশ নেয়। বিকেল ৫টায় তাঁর গ্রামের বাড়ি নলছিটি উপজেলার গোপালপুর গ্রামে দ্বিতীয় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।