Latest News
মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫ ।। ২৬শে ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে ৭ মার্চ, জাতীয় শিশু দিবস, গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবসের প্রস্তুতি সভা

ঝালকাঠিতে ৭ মার্চ, জাতীয় শিশু দিবস, গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবসের প্রস্তুতি সভা

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে ঐতিহাসিক ৭ মার্চ, ১৭ মার্চ জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস, ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্বে করেন জেলা প্রশাসক মো. জোহর আলী। আলোচনায় অংশ নেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামাল হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও পৌরসভার প্যানেল মেয়র তরুণ কর্মকার। প্রস্তুতি সভায় সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. জোহর আলী বলেন, বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা ছিলেন জাতিরজনক শেখ মুজিবুর রহমান। তাকে ঘিরেই মার্চ মাসে চারটি কর্মসূচি পালন করবে জেলা প্রশাসন। এসব কর্মসূচিতে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে ছাত্রদলের দুইপক্ষের সংঘর্ষ, আহত ৫

স্টাফ রিপোর্টার :  ঝালকাঠির নলছিটিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। …