Latest News
বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫ ।। ২৮শে ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে ৫১ হাজার মিটার জাল ও ২৫ কেজি ইলিশ জব্দ

ঝালকাঠিতে ৫১ হাজার মিটার জাল ও ২৫ কেজি ইলিশ জব্দ

স্টাফ রিপোর্টার :
নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরার সময় ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীতে অভিযান চালিয়ে ৫১ হাজার মিটার কারেন্ট জাল ও ২৫কেজি ইলিশ জব্দ করা হয়। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসন ও মৎস্য বিভাগ পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করে। অভিযান টের পেয়ে নৌকা ও জাল ফেলে পালিয়ে যায় জেলেরা। পরে জব্দকৃত জালগুলো জনসম্মুখে পুড়িয়ে দেন।
জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ জানান, সুগন্ধা নদীর নলছিটি উপজেলার বিভিন্ন পয়েন্টে জেলেরা ইলিশ ধরার সময় অভিযান চালানো হয়। এ সময় ৫১ হাজার মিটার জাল ২৫কেজি জব্দ করে ভ্রাম্যমাণ আদালত। ইলিশ রক্ষা কার্যক্রমের আওতায় ৪ উপজেলায় এ অভিযান চালানো হয়েছে। এ অভিযান অব্যহত থাকবে বলেও জানান তিনি।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে ছাত্রদলের দুইপক্ষের সংঘর্ষ, আহত ৫

স্টাফ রিপোর্টার :  ঝালকাঠির নলছিটিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। …