Latest News
বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪ ।। ১৫ই কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে ৩৫ জন শিক্ষার্থীর এসএসসির ফরম পূরণের টাকা দিলেন আ. লীগ নেতা রিজভী

ঝালকাঠিতে ৩৫ জন শিক্ষার্থীর এসএসসির ফরম পূরণের টাকা দিলেন আ. লীগ নেতা রিজভী

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের আফছার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের দরিদ্র ও মেধাবী ৩৫ জন শিক্ষার্থীর আসন্ন এসএসসি পরীক্ষার ফরম পূরণের সম্পূর্ণ টাকা দিয়েছেন আওয়ামী লীগ নেতা রুহুল আমীন রিজভী। তিনি ওই বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি। মঙ্গলবার বিকেলে তিনি বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে প্রায় ৭০ হাজার টাকা তুলে দেন। পরে বিদ্যালয় মাঠে শিক্ষার গুণগত মানোন্নয়ন বিষয়ে অনুষ্ঠিত হয় অভিভাবক সমাবেশ। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও আওয়ামী লীগ কেন্দ্রীয় উপকমিটির সাবেক সহসম্পাদক অ্যাডভোকেট রুহুল আমীন রিজভীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন টিআইবির ভারপ্রাপ্ত জেলা সভাপতি সাংবাদিক হেমায়েত উদ্দিন হিমু। এতে বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেন, হরচন্দ্র বালিকা বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বিপ্লব কুমার দাস, আওয়ামী লীগ নেতা আবু বকর সিকদার, অভিভাবক সদস্য হাকিম গাজীসহ বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকবৃন্দ।
অভিভাবক সমাবেশে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি অ্যাডভোকেট রুহুল আমীন রিজভী বলেন, ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার মানোন্নয়নের ব্যাপারে শুধু শিক্ষকদের ওপর নির্ভরশীল হলেই চলবে না অভিভাবকদেরও তাদের সন্তানদের লেখাপড়ার ওপর অধিক যত্নশীল হতে হবে।