Latest News
শুক্রবার, ৩ জানুয়ারি ২০২৫ ।। ১৯শে পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে ২৫ পিস ইয়াবাসহ আত্মসমার্পনকারী নারী মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার

ঝালকাঠিতে ২৫ পিস ইয়াবাসহ আত্মসমার্পনকারী নারী মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে ২৫ পিস ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বিলকিস বেগম (২৫) আবার গ্রেপ্তার হয়েছে। শুক্রবার রাত ৮ টার দিকে ঝালকাঠি শহরের টিএন্ডটি সড়কের বসত ঘর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত নারীর নাম বিলকিস বেগম (২৫)। সে ওই এলাকার সাইদুর রহমান চান্দুর মেয়ে এবং আরমান হক রাজার স্ত্রী। তার বিরুদ্ধে আরো চারটি মাদক আইনের মামলা বিচারাধীন রয়েছে। এক সপ্তাহ পূর্বে অন্য একটি মাদক মামলায় আদালত থেকে জামিন পেয়ে মাদক ব্যবসায় নেমে যায়। ঝালকাঠি জেলার ডিবি পুলিশের অফিসার ইনচার্জ পরিদর্শক ইকবাল বাহারের নেতৃত্বে ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালায়। বিলকিস ইতিপূর্বে বরিশাল রেঞ্জের ডিআইজির কাছে মাদক ব্যবসা না করার প্রতিশ্রুতি দিয়ে আত্মসমর্পন করেছিল।