স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হওয়া এবং নিয়ম লঙ্ঘন করে ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখায় ২৩ জনকে ৭২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা এ অর্থদণ্ড প্রদান করেন। এছাড়া বিনা কারণে শহরে ঘোরাঘুরি করার জন্য কয়েকজনকে রোদে দাঁড় কারিয়ে শাস্তি দেয় সেনাবাহিনী।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (এনডিসি) আহমেদ হাসান বলেন, করোনাকালে প্রতিদিনই আমাদের অভিযান রয়েছে। লোকজনকে নিরাপদে ঘরে রাখাই আমাদের লক্ষ্য। কিন্তু নিয়ম ভেঙে তারা অকারণে ঘোরাঘুরি করেন। অনেকে আবার ব্যবসাপ্রতিষ্ঠান খুলে বেচাকেনা করছেন। তাদের জরিমানা করা হচ্ছে।
জনতার কণ্ঠ 24 সংবাদ
জরায়ু ক্যান্সার প্রতিরোধে নলছিটিতে ৯০০০ জনকে এইচপিভি টিকা দেয়া হবে
স্টাফ রিপোর্টার : স্কুলগামী অথবা শিক্ষাপ্রতিষ্ঠান বহির্ভুত কিশোরীদের জরায়ু মুখ ক্যন্সার প্রতিরোধে ঝালকাঠি জেলায় ৯ …