Latest News
বৃহস্পতিবার, ২ জানুয়ারি ২০২৫ ।। ১৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন

ঝালকাঠিতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে আগামী ১৮ মার্চ থেকে শুরু হবে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি। জেলায় ৯ মাস থেকে ১০ বছরের কম বয়সী পৌনে দুই লাখ শিশুকে এ টিকা দেওয়া হবে। বুধবার সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন ঝালকাঠির সিভিল সার্জন ডা. শ্যামল কৃষ্ণ হাওলাদার। টিকাদান কর্মসূচি সফল করতে তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, হাম-রুবেলার টিকা প্রদানের জন্য সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ ৮১৬টি কেন্দ্র স্থাপন করা হয়েছে। এছাড়াও স্বাস্থ্য কমপ্লেক্সে এ টিকা প্রদান করা হবে। এছাড়াও স্বাস্থ্যকর্মীদের ভ্রাম্যমাণ কয়েকটি টিম বাড়িতে বাড়িতে যারা সময় মতো টিকা নিতে পারেনি, তাদের টিকা প্রদান করবে।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন রাজাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুল খায়ের মাহমুদ রাসেল, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি তাপস কুমার হালদার ও সিভিল সার্জন কার্যালয়ের আবাসিক চিকিসা কর্মকর্তা শাকিল খান।

জনতার কণ্ঠ 24 সংবাদ

ইয়াবা গিলে ফেলেও রক্ষা পেলো না মাদক কারবারি

স্টাফ রিপোর্টার : ঝালকাঠিতে যৌথবাহিনীর মাদক বিরোধী অভিযানের বিষয় টের পেয়ে তুহিন হাওলাদার (৩৮) নামে …