Latest News
শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪ ।। ৬ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু

ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় মুনছুর আলী হাওলাদার নামে (৭০) এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে শহরের কৃষ্ণকাঠি এলাকার গুরুদম সেতু এলাকায় টমটমগাড়ির চাপায় তাঁর মৃত্যু হয়। পুলিশ গাড়িটি আটক করে। নিহত মুনছুর হাওলাদার শহরের কবিরাজ বাড়ি এলাকার বাসিন্দা। জেলা যুবসংহতির সাধারণ সম্পাদক ইউনুস হাওলাদারের বাবা।
পুলিশ জানায়, টমটমগাড়িটি গুরুদম সেতুতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী মুনছুর আলী হাওলাদারকে চাপা দেয়। গুরুতর অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান জানান, লাশের ময়না তদন্তের পরে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনার পরপরই চালক পালিয়ে যায়, তবে টমটমগাড়িটি আটক করা হয়েছে।

জনতার কণ্ঠ 24 সংবাদ

বিএনপিতে অনুপ্রবেশকারীরা আ.লীগের নেতাকর্মীদের নিয়ে অপপ্রচার চালাচ্ছে

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খানের বিরুদ্ধে …