Latest News
শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪ ।। ১২ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক লীগের পিপিই বিতরণ

ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক লীগের পিপিই বিতরণ

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে সাংবাদিক, স্বেচ্ছাসেবী সংগঠন ও দলীয় নেতাকর্মীদের মাঝে পারসোনাল প্রটেক্টিভ ইকুপমেন্ট (পিপিই) বিতরণ করেছে জেলা স্বেচ্ছাসেবক লীগ। শুক্রবার সকালে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে পিপিই বিতরণ অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির পিপিই সংগঠনের নেতৃবৃন্দের হাতে তুলে দেন। পরে তিনি ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি কাজী খলিলুর রহমানের হাতে সদস্যদের জন্য পিপিই তুলে দেন। সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইজাজ তালুকদারের ব্যক্তিগত সহায়তায় পিপিই কিনে, তা বিতরণ করা হয়। পিপিই বিতরণকালে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান, স্বাস্থ্য অধিপ্তরের সহকারী পরিচালক ডা. মানস কৃষ্ণ কুন্ড, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোশারেফ হোসেন, সাধারণ সম্পাদক নুরুজ্জামান সেলিম ও সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইজাজ তালুকদার।

জনতার কণ্ঠ 24 সংবাদ

জরায়ু ক্যান্সার প্রতিরোধে নলছিটিতে ৯০০০ জনকে এইচপিভি টিকা দেয়া হবে

স্টাফ রিপোর্টার : স্কুলগামী অথবা শিক্ষাপ্রতিষ্ঠান বহির্ভুত কিশোরীদের জরায়ু মুখ ক্যন্সার প্রতিরোধে ঝালকাঠি জেলায় ৯ …