Latest News
বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪ ।। ১৫ই কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক লীগের রজতজয়ন্তী উৎসব উদযাপিত

ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক লীগের রজতজয়ন্তী উৎসব উদযাপিত

স্টাফ রিপোর্টার :
নানা আয়োজনের মধ্যদিয়ে ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক লীগের রজতজয়ন্তী উৎসব উদযাপিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টায় শহরের আমতলা মোড়ের আওয়ামী লীগ কার্যালয়ে নেতাকর্মীদের নিয়ে কেক কাটেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির। কেক কাটা শেষে সেখান থেকে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির। জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক এম এইচ মোশারেফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি সিদ্দিকুর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আদুর রশিদ, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান সেলিম, আওয়ামী লীগ নেতা এস আর মানিক, আবু সাঈদ খান, অ্যাডভোকেট মানিক আচার্য্য, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুমন তালুকদার, সাধারণ সম্পাদক এজাজ তালুকদার, সাংগঠনিক সম্পাদক ফাইজুল ইসলাম ও পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি লুৎফর রহমান বেবি।