Latest News
বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫ ।। ২৮শে ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দরিদ্রদের মাঝে ১০টি রিকশা বিতরণ

ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দরিদ্রদের মাঝে ১০টি রিকশা বিতরণ

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে করোনায় অসহায় হয়ে পড়া দরিদ্র ব্যক্তিদের মাঝে ১০টি রিকশা বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে শহরের বান্ধাঘাটা এলাকায় গরিব এসব মানুষের কাছে রিকশা হস্তান্তর করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম লিটন। রিকশা পেয়ে খুশি দরিদ্র মানুষ।
জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম লিটন জানান, করোনায় গরিব মানুষের দুর্বিষহ দিন কাটছে। অনেকে আয় হারিয়ে অসহায় হয়ে পড়েছেন। তাদের সহায়তার উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবক দল। বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য জীবা আমিনা আল গাজীর সহায়তায় স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ ১০টি রিকশা কিনে দরিদ্র্য ১০ জনকে প্রদান করেন। রিকশা বিতরণকালে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি বাচ্চু হাসান খান, যুগ্ম সম্পাদক আজাদুর রহমান খান, সাংগঠনিক সম্পাদক শহীদুল্লাহ শহিদ, শহর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শামীম মৃধা।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে ছাত্রদলের দুইপক্ষের সংঘর্ষ, আহত ৫

স্টাফ রিপোর্টার :  ঝালকাঠির নলছিটিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। …