Latest News
বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪ ।। ১৫ই কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের দোয়া অনুষ্ঠিত

ঝালকাঠিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের দোয়া অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার :
স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের জাতীয় স্কেলে বেতন প্রদান অনুমোদন দেওয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে ঝালকাঠিতে দোয়া অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক পরিষদ মঙ্গলবার সকালে জেলা শিল্পকলা একাডেমিতে এ দোয়া মোনাজাত ও আলোচনাসভা অনুষ্ঠানের আযোজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির। বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক পরিষদ জেলা শাখার সভাপতি আলী আহমাদ খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী প্রথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মোস্তফা কামাল, বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক পরিষদ মহাসচিব মো. শামছুল আলম ভিসিডিএস নির্বাহী পরিচালক মো. আবদুল গফ্ফার খান ও সুবিদপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শিক্ষক মো. গিয়াস উদ্দিন। আলোচনা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।