Latest News
শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪ ।। ৬ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচন

ঝালকাঠিতে স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচন

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্যদিয়ে অনুষ্ঠিত হলো স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচন। বৃহস্পতিবার সকালে ঝালকাঠির সরকারি উচ্চ বিদ্যালয় এবং সরকারি হরচন্দ্র উচ্চ বিদ্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে শিশু শিক্ষার্থীরাই ভোটার আবার তারাই পিজাইডিং অফিসার ও পোলিং এজেন্টসহ নির্বাচনের সব দায়িত্ব পালন করে। নির্বাচনে ভোট দিতে পেরে উচ্ছ¡াসিত ছিলো সব শিশু শিক্ষার্থীরা। এদিকে শিক্ষকরা জানান, উৎসবমুখোর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এ নির্বাচন অনুষ্ঠানের ফলে শিক্ষার্থীদের মধ্যে গণতন্ত্রের চর্চা এবং নেতৃত্ব বিকাশিত হবে। এছাড়াও জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে উৎসবমুখোর পরিবেশে স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়।