Latest News
বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫ ।। ১লা মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
Home / আইন-আদালত / ঝালকাঠিতে স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

ঝালকাঠিতে স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার :
‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ এ স্লোগান নিয়ে ঝালকাঠিতে কমিউনিটি পুলিশিং, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়ছে। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠির পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমান। অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এম এম মাহামুদ হাসান ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারুফা বেগম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝালকাঠি প্রেস ক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান, টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি হেমায়েত উদ্দিন হিমু ও প্রেস ক্লাবের সহসাধারণ সম্পাদক কে এম সবুজ। অনুষ্ঠান পরিচালনা করেন ঝালকাঠি সদর থানার ওসি শোনিত কুমার গায়েন। সমাবেশে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ থেকে দূরে থাকার আহ্বান জানান পুলিশ কর্মকর্তারা। তাঁরা অভিভাবক ও শিক্ষকদের এ বিষয়ে সচেতন হওয়ার পরামর্শ দেন। শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি বিভিন্ন বিষয় সম্পর্কে কাউন্সিলিং করার তাগিদ দেন বক্তারা।