স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির নলছিটিতে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বৃহস্পতিবার সকালে সরকারি নলছিটি ডিগ্রি কলেজ মাঠে কম্বল তুলে দেন শেখ হাসিনা সেনানিবাসের ২২ ইঞ্জিনিয়ার ব্যটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল সরওয়ার-ই-আলম। সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশনের ২২ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় ৩০০ অসহায় পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।
শীতার্ত মানুষ সুশৃঙ্খলভাবে কম্বল পেয়ে হাসি মুখে বাড়িতে ফিরে যান এবং সন্তোষ প্রকাশ করেন।
লেফটেন্যান্ট কর্ণেল সরওয়ার-ই-আলম বলেন, ‘মানবিক কর্মকান্ডের অংশ হিসেবে সেনা সদস্যদের নিজস্ব অর্থায়নে শীতার্তদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়েছে। এ কার্যক্রম পুরো শীতজুড়ে চলমান থাকবে বলেও জানান তিনি।
জনতার কণ্ঠ 24 সংবাদ
নলছিটিতে ছাত্রদলের দুইপক্ষের সংঘর্ষ, আহত ৫
স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। …