স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে ঘূর্ণিঝড় নিসর্গের প্রভাবে দিনভর মুষলধারে বৃষ্টি হচ্ছে। বেড়েছে সুগন্ধা ও বিষখালী নদীর পানি। এতে প্লাবিত হয়েছে জেলা নিন্মাঞ্চল। পানি ঢুকে পড়েছে নদী তীরের প্রায় ৩০টি গ্রামে। এতে তলিয়ে আছে ফসলের ক্ষেত। পানি ছুইছুই মাছের ঘেরগুলোতে। এতে দুশ্চিন্তায় পড়েছেন ঘূণিঝড় আম্পানে ক্ষতি পুষিয়ে উঠতে না পাড়া মানুষ।
নদী তীরের বাসিন্দারা জানান, বৃহস্পতিবার দুপুরের পর সুগন্ধা ও বিষখালী নদীতে জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে তিন-চার ফুট বেড়েছে। এতে ঝালকাঠি সদর, নলছিটি, রাজাপুর ও কাঁঠালিয়ার অন্তত ৩০টি গ্রামে পানি ঢুকে পড়েছে। ঘূর্ণিঝড় আম্পানে ভেঙে যাওয়া অরক্ষিত বিষখালী নদীর বেড়িবাঁধ ক্রস করে পানিতে তলিয়ে গেছে ফসলের ক্ষেত। বসতঘরেও পানি ঢুকে যাওয়ায় বিপাকে পড়েছেন নদী তীরের বাসিন্দারা। রাতে পানি আরো বাড়লে মাছের ঘের ও বসতঘর তলিয়ে যাওয়ার আশঙ্কা করছেন তারা।
জনতার কণ্ঠ 24 সংবাদ
ইয়াবা গিলে ফেলেও রক্ষা পেলো না মাদক কারবারি
স্টাফ রিপোর্টার : ঝালকাঠিতে যৌথবাহিনীর মাদক বিরোধী অভিযানের বিষয় টের পেয়ে তুহিন হাওলাদার (৩৮) নামে …