স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির সিভিল সার্জন কার্যালয়ের এক ইপিআই সুপারভাইজারের করোনা শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার রাতে আইইডিসিআর থেকে নমুনা সংগ্রহের পাঠানো রিপোর্টে তাঁর করোনা পজেটিভ আসে। এ ঘটনায় সিভিল সার্জন কার্যালয়ের ২০ স্টাফকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এ নিয়ে জেলায় ৯ জনের করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এদিকে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসকের করোনা শনাক্তের তিন দিনের মাথায় নমুনা সংগ্রহের দ্বিতীয় পরীক্ষায় তাঁর করোনা নেগেটিভ আসে। গত ২৭ এপ্রিল আইইডিসিআর থেকে পাঠানো নমুনা সংগ্রহের রিপোর্টে তাঁর করোনা পজিটিভ এসেছিল। এছাড়াও ওই স্বাস্থ্য কমপ্লেক্সের ১০ জন চিকিৎসকসহ ২০ জন স্টাফের নমুনা সংগ্রহের রিপোর্ট নেগেটিভ এসেছে। ফলে শুক্রবার সকাল থেকে পুনরায় স্বাস্থ্যসেবা চালু করা হয়েছে স্বাস্থ্য কমপ্লেক্সে। তবে ওই চিকিৎসককে ১৪ দিনের জন্য আইসোলেশনে থাকতে হবে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. শ্যামল কৃষ্ণ হাওলাদার। করোনা পজিটিভ চিকিৎসকের তিনদিনের মাথায় নেগেটিভ রিপোর্ট নিয়ে জেলা স্বাস্থ্য বিভাগেই দুশ্চিন্তার মধ্যে রয়েছে।
ঝালকাঠির সিভিল সার্জন ডা. শ্যামল কৃষ্ণ হাওলাদার জানান, ঝালকাঠি জেলার স্বাস্থ্য বিভাগে কর্মরত সকলের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়। এখনো সবার রিপোর্ট আসেনি। যদিও এদের শরীরে করোনার কোন লক্ষণ নেই। বৃহস্পতিবার রাতের রিপোর্টে একজন স্টাফের করোনা পজিটিভ এসেছে। এতে ২০ স্টাফকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। করোনা আক্রান্ত ইপিআই সুপারভাইজারকে হোম আইসোলেশনে রাখা হয়েছে।
জনতার কণ্ঠ 24 সংবাদ
ফ্যাসিস্ট স্বৈরাচার বিরোধী আন্দোলনের বীজ রোপণ করেছিল বিএনপি : যুবদল সভাপতি
স্টাফ রিপোর্টার : যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেছেন, ফ্যাসিস্ট স্বৈরাচার বিরোধী আন্দোলনের …