Latest News
বুধবার, ৫ ফেব্রুয়ারি ২০২৫ ।। ২২শে মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে সাত জেলেকে জেল জরিমানা

ঝালকাঠিতে সাত জেলেকে জেল জরিমানা

স্টাফ রিপোর্টার :
নিষিদ্ধ সময় মা ইলিশ ধরার অপরাধে বুধবার থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ঝালকাঠির সুগন্ধা নদীতে অভিযান চালিয়ে সাত জেলেকে আটক করা হয়েছে। আটককৃতদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (এনডিসি) মো. বশির গাজী। নদী থেকে এক মণ ইলিশ ও ৩০ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার করা হয়। জেলা প্রশাসন ও মৎস্য বিভাগ যৌথভাবে সুগন্ধা নদীতে এ অভিযান চালায়। জব্দকৃত জালগুলো জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পুড়িয়ে ফেলা হয়েছে।
জেলা মৎস্য কর্মকর্তা বাবুল কৃষ্ণ ওঝা জানান, সুগন্ধা নদীতে অভিযান চলাকালে বিভিন্ন স্থান থেকে মৌসুমি জেলে হাসিবুল ইসলাম, রফিকুল ইসলাম, মিরাজ, ইউসুফ, উজ্জল ও আরো একজনকে আটক করা হয়। তাদের মধ্যে চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও তিনজনকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়।