Latest News
শুক্রবার, ১৪ মার্চ ২০২৫ ।। ১লা চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে সদ্য যোগদান করা চিকিৎসকদের সংবর্ধনা দিলো জেলা প্রশাসক

ঝালকাঠিতে সদ্য যোগদান করা চিকিৎসকদের সংবর্ধনা দিলো জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠি জেলায় সদ্য যোগদান করা ৩৬ জন চিকিৎসককে সংবর্ধনা দিয়েছেন জেলা প্রশাসক মো. জোহর আলী। মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, সিভিল সার্জন ডা. মো. শিহাব উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নাজমুল আলম, রাজাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুল খায়ের রাসেল, নলছিটি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শিউলী পারভীন, কাঁঠালিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তাপস কুমার তালুকদার, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিবকল্পনা কর্মকর্তা মো. রিফাত হাসান ও এনডিসি মো. বশির গাজী। সদস্য যোগদানকারী চিকিৎসকদের হাতে ফুল দিয়ে সংবর্ধনা জানান জেলা প্রশাসক। এ সময় জেলা প্রশাসক নতুন যোগদানকারী চিকিৎসকদের নিষ্ঠার সঙ্গে কাজ করার আহŸান জানান। ব্যাতিক্রমী এ আয়োজনের জন্য জেলা প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন চিকিৎসকরা।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে ছাত্রদলের দুইপক্ষের সংঘর্ষ, আহত ৫

স্টাফ রিপোর্টার :  ঝালকাঠির নলছিটিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। …