স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে সংবাদপত্র বিতরণকর্মী, ট্রলার শ্রমিক ও ভ্যানগাড়িচালকসহ করোনায় কর্মহীন ১৫০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা নামে একটি সংগঠন। মঙ্গলবার বেলা ১২টায় ঝালকাঠি প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদপত্র বিতরণকর্মীদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন জেলা প্রশাসক মো. জোহর আলী। এসময় প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ফয়সাল রহমান জসিম, ঝালকাঠি প্রেস ক্লাবের সভাপতি চিত্তরঞ্জন দত্ত ও সাধারণ সম্পাদক আক্কাস সিকদার উপস্থিত ছিলেন। পরে প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার কর্মকর্তারা শহরের লঞ্চঘাট এলাকায় ভ্যানচালক ও কলেজ খেয়াঘাট এলাকায় ট্রলার শ্রমিকদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন। খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, আলু, তেল, চিনি, ছোলা। খাদ্যসামগ্রী পেয়ে খুশি কর্মহীন শ্রমিকরা।
জনতার কণ্ঠ 24 সংবাদ
ইয়াবা গিলে ফেলেও রক্ষা পেলো না মাদক কারবারি
স্টাফ রিপোর্টার : ঝালকাঠিতে যৌথবাহিনীর মাদক বিরোধী অভিযানের বিষয় টের পেয়ে তুহিন হাওলাদার (৩৮) নামে …