স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেলের ৬০তম জন্মদিন ও শেখ রাসেল দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার দুপুরে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পণ , কেক কাটা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। শেখ রাসেল নির্মলতার প্রতীক, দুরন্ত, প্রাণবন্ত নির্ভীক এ প্রতিপাদ্যকে সামনে রেখে সকাল ১০ টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা ও শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কাটেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
ঝালকাঠি জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, ঝালকাঠি অতিরিক্ত জেলা প্রশাসক মো. রুহুল আমিন, ঝালকাঠি পৌরসভার মেয়র মো. লিয়াকত আলী তালুকদার, ঝালকাঠি অতিরিক্ত পুলিশ সুপার মো. আনোয়ার সাইদ প্রমুখ। এ উপলক্ষে জেলার চারটি উপজেলাসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
জনতার কণ্ঠ 24 সংবাদ
নলছিটিতে ছাত্রদলের দুইপক্ষের সংঘর্ষ, আহত ৫
স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। …