Latest News
বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪ ।। ১৫ই কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ

ঝালকাঠিতে শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার :
সেচ্ছাসেবী প্রতিষ্ঠান দুরন্ত ফাউন্ডেশনের উদ্যোগে ঝালকাঠিতে ৯২জন শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী দেওয়া হয়েছে। আজ বুধবার বেলা ১২টায় সদর উপজেলার কেওড়া ইউনিয়নের সংগ্রামনীল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এসব সামগ্রী তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. হামিদুল হক। বিদ্যালয়ের প্রধান শিক্ষক টুলু সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ছাইয়াদুজ্জামান, সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা সালেহা খাতুন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন ঝালকাঠি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মানিক রায় ও দুরন্ত ফাউন্ডেশনের সভাপতি তাসিন মৃধা অনিক। অনুষ্ঠানে উপস্থিত ৯২জন শিক্ষার্থীকে ফাইল ব্যাগ, কলম, স্টিল স্কেল, পেন্সিল, রাবার, কাটার, খাতা এবং স্কুলের প্রাক প্রাথমিক শিক্ষারথীদের জন্য খেলাধুলার সামগ্রী খেলার রাইড, খেলনা গাড়ি, ঘোড়া ও ডলফিন উপহার দেওয়া হয়।