স্টাফ রিপোর্টার :
বাংলাদেশ বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষানবিশ আইনজীবীদের সনদ প্রদানের দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছ। মঙ্গলবার দুপুরে ঝালকাঠি আইনজীবী সমিতির সামনে এ মানববন্ধনের আয়োজন করে তাঁরা। এতে ২০ জন শিক্ষানবিশ আইনজীবী অংশ নেয়। পরে তাঁরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন।
মানববন্ধনে বক্তব্য দেন শিক্ষানবিশ আইানজীবী এইচ.এম সোহাগ, দেলোয়ার হোসেন, আনোয়ার হোসেন, সঞ্চিতা রানী সরকার ও নাঈম আহম্মেদ। মানববন্ধন শেষে ঝালকাঠির জেলা প্রশাসক মো. জোহর আলীর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে তাঁরা দাবি করেন, ২০১২ সালের পূর্বে বার কাউন্সিলের পরীক্ষা হতো বছরে দুইবার। কিন্তু বর্তমানে একটি পরীক্ষা গ্রহণ এবং ফলাফল প্রকাশ করতে ২/৩ বছর চলে যায়। তাই যে সকল এলএল.বি ডিগ্রিধারীরা ২০১৭ সালে ও ২০২০ সালের এমসিকিউ পরীক্ষায় পাস করেছে তাদেরকে করোনাকালীন সময়ে আইনজীবী হিসেবে তালিকাভুক্তির অনুরোধ জানানো হয়।
জনতার কণ্ঠ 24 সংবাদ
ফ্যাসিস্ট স্বৈরাচার বিরোধী আন্দোলনের বীজ রোপণ করেছিল বিএনপি : যুবদল সভাপতি
স্টাফ রিপোর্টার : যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেছেন, ফ্যাসিস্ট স্বৈরাচার বিরোধী আন্দোলনের …