Latest News
বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫ ।। ১লা মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে শাহজাহান ওমরের সুস্থতা কামনা করে বিএনপির মিলাদ

ঝালকাঠিতে শাহজাহান ওমরের সুস্থতা কামনা করে বিএনপির মিলাদ

স্টাফ রিপোর্টার :
বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার মুহাম্মদ শাহজাহান ওমমের (বীর-উত্তম) রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার বাদ আছর শহরের গোরস্থান মসজিদে জেলা বিএনপি মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে। মিলাদ ও দোয়া মোনাজাতে অংশ নেন জেলা বিএনপির সভাপতি মোস্তফা কামাল মন্টু, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান খান বাপ্পি, কৃষক দলের সভাপতি রুস্তুম আলী চাষী, সদর থানা বিএনপির সিনিয়র সহসভাপতি নজরুল ইসলাম তালুকদার, জেলা যুবদল সাধারণ সম্পাদক রবিউল হোসেন তুহিন, সিনিয়র সহসভাপতি কামাল হোসেন মল্লিক, জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি সরদার সাফায়াত হোসেন, সাংগঠনিক সম্পাদক এনামুল হক সাজু ও জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক গিয়াস সরদার দ্বীপু। বিএনপির কেন্দ্রীয় নেতা শাহজাহন ওমর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বর্তমানে ঢাকা ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর রোগমুক্তি কামনা করেন জেলা বিএনপির নেতৃবৃন্দ।