স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে স্ত্রীর দায়ের করা যৌতুক মামলায় পিরোজপুরের কাউখালী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ইমরান হোসেনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার দুপুরে তিনি ঝালকাঠির জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে হাজির হয়ে জামিন চাইলে বিচারক মো. মনিরুজ্জামান নামঞ্জুর করে কারাগারে পাঠানো আদেশ দেন। মামলায় বাদীর আইনজীবী নূর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার বিবরণে জানা যায়, ঝালকাঠির রাজাপুর উপজেলার মনহরপুর গ্রামের ইমরান হোসেন পিরোজপুরের কাউখালী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা পদে চাকরি করেন। তিনি ২০১৪ সালের ১৫ এপ্রিল এইই উপজেলার ইন্দ্রপাশা গ্রামের মিয়াদ আক্তারকে বিয়ে করেন। বিয়ের পর থেকে তিনি স্ত্রী ও তাঁর পরিবারের কাছে বিভিন্ন সময় পাঁচ লাখ টাকা দাবি করেন। গত বছরের ১৬ অক্টোবর তিনি যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করেন। এ ঘটনায় গত বছরের ৬ নভেম্বর স্ত্রী মিয়াদ আক্তার বাদী হয়ে স্বামী ইমরান হোসেনের নামে ঝালকাঠির জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে মামলা দায়ের করেন। স্ত্রীর সঙ্গে আপষ মিমাংসার কথা বলে ১ ডিসেম্বর এ মামলায় আদালত থেকে তিনি জামিন নেন। কিন্তু আদালতে দেওয়া প্রæতশ্রæতি তিনি পালন করেননি। স্ত্রীর সঙ্গে আপষ না করে সোমবার নির্ধারিত তারিখে আদালতে হাজির হয়ে জামিন চাইলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
জনতার কণ্ঠ 24 সংবাদ
ফ্যাসিস্ট স্বৈরাচার বিরোধী আন্দোলনের বীজ রোপণ করেছিল বিএনপি : যুবদল সভাপতি
স্টাফ রিপোর্টার : যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেছেন, ফ্যাসিস্ট স্বৈরাচার বিরোধী আন্দোলনের …